এক নজরে বারইয়ারহাট পৌরসভা
সাধারণ তথ্যাদি
০১। জেলা : চট্টগ্রাম।
০২। উপজেলা : মিরসরাই।
০৩।পৌরসভার নাম : বারইয়ারহাট পৌরসভা।
০৪। উদ্ভোধনের তারিখ : ২৭/০৪/২০০০ইং।
০৫। পৌরসভা ঘোষনার প্রজ্ঞাপন : এস.আর.ও নং- ৬৬-আইন-৯৯, তাং- ২৫/০৩/১৯৯৯ইং।
০৬।পৌরসভার শ্রেণী : “ক”
০৭। কার্যকরী হওয়ার তারিখ : ২৭/০৪/২০০০ইং।
০৮।পৌরসভার সীমানা : উত্তরে ধুমঘাট ব্রীজ এর দক্ষিন পাশ, পূর্বে মেহেদী নগর কালা মিয়া মসজিদ, দক্ষিণে মঈন উদ্দিন চৌধুরী ফিলিং ষ্টেশন ও সিপি বাংলাদেশ লিঃ এবং পশ্চিমে শান্তিরহাট।
০৯। জেলা সদর হতে পৌরসভার দূরত্ব : ৭২ কিঃ মিঃ।
১০। পৌর প্রশাসকের নাম ও কার্যকাল :
ক) জনাব আবুল কাসেম : ০১/০৬/২০০০ইং হতে ০৭/০৮/২০০১ইং পর্যন্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা
খ) জনাব জহির রায়হান : ০৭/০৮/২০০১ইং হতে ০৯/০৮/২০০১ইং পর্যন্ত।
সহকারী কমিশনার (ভূমি)
গ) জনাব আব্দুল হাই : ০৯/০৮/২০০১ইং হতে ২৪/০৩/২০০২ইং পর্যন্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা
১১। প্রথম নির্বাচিত চেয়ারম্যান : জনাব মোঃ জালাল উদ্দিন
১২। প্রথম চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন : ২৪/০৩/২০০২ইং।
১৩।বর্তমান নির্বাচিত মেয়র : জনাব মোহাম্মদ তাহের
১৪। বর্তমান মেয়রের দায়িত্ব গ্রহন : ২২/০২/২০১১ইং।
১৫। কাউন্সিলগনের সংখ্যা : ১১ জন (পুরুষ ০৮ জন ও মহিলা ০৩ জন)।
১৬।আয়তন : ২.১২ বর্গকিলোমিটার।
১৭। মৌজা সমূহ : জামালপুর, পূর্ব হিঙ্গুলী, পশ্চিম হিঙ্গুলী, আজমনগর, সোনাপাহাড়, ইমামপুর ও ধুম।
১৮।হোল্ডিং সংখ্যা : ২,০৮৫ টি।
১৯। ওয়ার্ড সংখ্যা : ০৯ টি।
২০। জনসংখ্যা : ১১,৩২৭ জন
ক) পুরুষ : ৬,৬৬৭ জন।
খ) মহিলা : ৪,৬৬০ জন।
গ) বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩০%
ঘ) মোট পরিবার (খানা) : ২,৩৬০ টি।
২১। লোক সংখ্যার ঘনত্ব : ৫,৩৪৩ (প্রতি বর্গ কিলোমিটারে)।
২২। ভোটার সংখ্যা : ৬,৬২৯ জন।
ক) পুরুষ : ৩,৩৪০ জন
খ) মহিলা : ৩,২৮৯ জন
২৩। স্বাক্ষরতার হার : ৭০%
২৪। বাজার সংখ্যা : ০২ টি (বারইয়ারহাট বাজার ও শান্তিরহাট বাজার)।
২৫। শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা
ক) ডিগ্রী কলেজ : ০১ টি (বেসরকারী)।
খ) বালিকা উচ্চ বিদ্যালয় : ০১ টি (বেসরকারী)।
গ) ফাজিল মাদ্রাসা : ০১ টি (বেসরকারী)।
ঘ) দাখিল মাদ্রাসা : ০১ টি (বেসরকারী)।
ঙ) এবতেদায়ী মাদ্রাসা : ০১ টি (বেসরকারী)।
চ) প্রাথমিক বিদ্যালয় : ০১ টি (বেসরকারী)।
২৬।ধর্মীয় প্রতিষ্ঠান
ক) মসজিদ : ১১ টি।
খ) মন্দির : ০৬ টি।
২৭। ক্লাব ও সাংস্কৃতিক সংগঠন : ০৩ টি।
২৮।ডায়াগনষ্টিক সেন্টার : ১১ টি।
২৯। পরিবার পরিকল্পনা ক্লিনিক : ০১ টি।
৩০।বেসরকারী হাসপাতাল : ০২ টি।
৩১।মিল কারখানা সংখ্যা : ১৫ টি।
৩২। পোল্ট্রি ফার্ম : ১০ টি।
৩৩।পোল্ট্রি ফিড ইন্ডাষ্ট্রিজ : ০১ টি।
৩৪। সরকারী অফিস সংখ্যা : ০৫ টি।
৩৫।বেসরকারী সংস্থা : ০৫ টি।
৩৬।ব্যাংকের সংখ্যা : ০৬ টি।
৩৭। বীমা প্রতিষ্ঠান : ০৭ টি।
৩৮।আবাসিক হোটেল : ০৭ টি।
৩৯।পেট্রোল পাম্প : ০৩ টি।
৪০। সড়ক বিবরণ
ক) পাকা : ০৬ কিলোমিটার।
খ) আধা পাকা : ১৪ কিলোমিটার।
গ) কাঁচা : ০৮ কিলোমিটার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস