Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

মীরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগতম।

মীরসরাই উপজেলা চট্টগ্রাম জেলা তথা বাংলাদেশের  একটি অন্যতম উপজেলা। এশিয়ার বৃহৎ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে এ উপজেলায়;যা এ অঞ্চল সহ পুরো দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান রাখবে।স্থলপথে চট্টগ্রামের প্রবেশ পথ মীরসরাই। পশ্চিমে সাগর ও ফেনী নদী ঘেরা বিশাল বিস্থৃত চরাঞ্চল , পূর্বে সুউচ্চ পাহাড় বেষ্টিত বনভূমি, মাঝে উত্তর- দক্ষিণে ২৫কি.মি.’র অধিক দীর্ঘ সমতল ভূমি নিয়ে গঠিত মীরসরাই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি।বৃটিশ বিরোধী আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে পাকিস্থান আন্দোলন , বায়ান্ন’ন রাষ্ট্রভাষা আন্দোলন , বাষট্টির শিক্ষা আন্দোলন , ছয় দফা ও ঊনসত্তরের গণ আন্দোলনে এখানকার মানুষের গৌরবময় ভূমিকা রয়েছে। ১৯৭১ সালের মহান মুত্তিযুদ্ধে জান -মাল অকাতরে বিলিয়ে মীরসরাই ও মীরসরাইবাসী ইতিহাসে অনন্য স্থান করে নিয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠান গুলোর মধ্যে উপজেলা প্রশাসন অন্যতম। এটি উপজেলা পর্যায়ে সরকারের নির্দেশনা মোতাবেক কাজসমূহ সম্পাদনের মূল কেন্দ্রবিন্দু। উপজেলা প্রশাসন উপজেলার জনগণের সাথে এবং সরকারের কেন্দ্রীয় অংশের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে। তৃণমূল মানুষের জন্য উপজেলা প্রশাসন কার্যালয় সবোর্চ্চ প্রশাসনিক গুরুত্ব বহন করে।  একারণে প্রতিদিন বহু মানুষ বিভিন্ন সেবা গ্রহণের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন কার্যালয়ে আগমন করে থাকেন।  বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০২১ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় আজ কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সারা দেশে ছড়িয়ে পড়েছে।  এই রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এর আওতায় দেশব্যাপী প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়নে ওয়েবপোর্টাল তৈরী করা হয়েছে।

তথ্য  প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী বেসরকারী সেবা দ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে মীরসরাই উপজেলা প্রশাসন অগ্রণী ভূমিকা পালন করবে।

সমন্বিত উদ্যোগ  ও সকলের সহযোগীতায়  একটি সুষ্টু, সুন্দর, মাদকমুক্ত, উন্নয়নমুখী ও আলোকিত মীরসরাই গড়াই আমাদের সকলের লক্ষ্য।

                                                                                                                                               

                                                                                                          (মাহফুজা জেরিন)

                                                                                                   উপজেলা নির্বাহী অফিসার

                                                                                                         মীরসরাই, চট্টগ্রাম।