মীরসরাই উপজেলার পটভূমিঃ চট্টগ্রাম জেলায় মীরসরাই উপজেলা ১৬টি ইউনিয়ন নিয়ে প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে মীরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা নামে দুইটি পৌরসভা গঠিত হয়।
স্থল পথে চট্টগ্রামের প্রবেশ পথ মীরসরাই উপচজলা। পশ্চিমে- সাগর ও ফেনী নদী ঘেরা বিশাল চরাঞ্চল, পূর্বে- সুউচ্চ পবর্র্তমালা বেষ্টিত বনভূমি, মাঝে উত্তর -দক্ষিণে ২৫ কি. মি. এর অধিক দীর্ঘ সমতল ভূমি নিয়ে মীরসরাই উপজেলা গঠিত।
মীরসরাই চট্টগ্রামের উত্তর-পশ্চিম প্রান্তে এবং ২২.৪৭ উত্তর দ্রাঘিমাংশ ও ৯১.৩৫ পুর্ব অক্ষাংশে অবস্থিত। এর উত্তরে ফেণী নদী ও ভারত, পুর্বে সুউচ্চ-সুদীর্ঘ পবর্তমালা ও ফটিকছড়ি, পশ্চিমে ফেণী নদী, বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেল এবং বৃহত্তর নোয়াখালী (ফেণী জেলা) সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলা, দক্ষিণে রয়েছে সীতাকুন্ড উপজেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস